Saturday, 3 October 2020

বর্ণা দত্ত

 

ভূগোল

বর্ণা দত্ত


নদীর পাড়ে নিমগাছটায় থাকি বহালতবিয়তে

নামটি আমার পারো জানতে 

একটুখানি খাটালে মগজটাকে!

দেখছো চোখদুটো আমার কেমন বড়ো বড়ো?

যেন আগুনের গোলা!

মুখের হা টা দেখো দেখতে পারছো?

যেন আস্ত একটা বিড়াট মাপের গোল

সব কিছুই তো আমার মুখের ভিতর,


দেখছো কপাল জুড়ে টিপটা আমার

রাত্রি হলেই ওঠে জ্বলে,

অবশ‍্যি সব রাত্রিরেই নয়,


গাল দুটো তো পাহাড়, মালভূমি

তাতেই আমার নড়াচড়াই 

টিপটা পরে মাঝে মাঝে,

বুকের ছাতি বিড়াট মাপের

দুনিয়া জোরা আকাশ

সেখানে থাকে জ্বলন্ত আমার চোখ অহর্নিশি,


ঠ্যাংজোড়া তো জগৎময় এক একটা সমুদ্দুর!

নখগুলো সব নদ-নদীরই শিরা উপশিরা

হাতদুটোতে আছে ধরা

পুরো একটা গোটা ভূগোল।

No comments:

Post a Comment

প্রতি মাসের জনপ্রিয় লেখা