Thursday, 3 December 2020

রোহিত কুমার সরদার


ভুলো মন
রোহিত কুমার সরদার 


মনটা কোথায় যায়

আটকে রাখা দায়! 

ভুলো মনের কথা 

লেখা ভরা খাতা। 

তার মধ্যে একটা 

শোন দিয়ে মনটা। 


সেদিন সরবেড়িয়ার মোড়ে 

বার কতক ঘুরে 

ধরেছি যেই বাস, 

মন বলে আরে সর্বনাশ! 

মানিব্যাগটা রইল পড়ে 

কলু তোলার মোড়ে। 

বাসের থেকে নেমে 

যাচ্ছি অনেক ঘেমে। 


ফিরে কলু তোলার মোড়ে 

দেখি দুটো বিড়াল ধেড়ে 

ব্যাগটা নিয়ে ক্যাচ খেলছে 

চোখগুলো প্যাচ্ প্যাচ।

আমায় দেখে চুপ

ভয় পেয়েছে খুব। 


বলি ব্যাগটা আমায় দে

দু-এক পয়সা নে,

আমার কথা সাচ্

খেতে দেব মাছ।

আমি তো নই কুট

হায়! ব্যাগ নিয়ে দে ছুট!

পিছু পিছু ধাই

আর কি তাদের পাই?

সুনন্দ মন্ডল


আজীবন যৌবন
সুনন্দ মন্ডল


হাজার কুঁড়ির ভিড়ে ফোটা

নতুন ভোরের ফুল।

শিশু থেকে বিকশিত হতে

চলো সব স্কুল।


বিশাল পাহাড় ডিঙিয়ে চলো

বাধার গন্ডি কেটে,

বিশ্ব সভায় নিজেকে চেনাও

ভালোবেসে হিংসা ছেঁটে।


নতুন ভোরের সূর্য হয়ে

হৃদয় উজ্জ্বলিত রাখো।

আজীবন যৌবনে ডুবে

সফল হওয়ার স্বপ্ন দেখো।

প্রতি মাসের জনপ্রিয় লেখা