জানালা দিয়ে দেখছে মিমি
দূরের পাহাড়টাকে,
আদর করে যাকে সে
কাঞ্চু বলে ডাকে।
রোজ যেখানে সূর্য ওঠে
স্লিপিং বুদ্ধ'র ফাঁকে,
সুযোগ পেলেই রং নিয়ে
যার ছবি সে আঁকে।
No comments:
Post a Comment