Thursday, 3 December 2020

বাপ্পা দাস


মিমির কাঞ্চু 
বাপ্পা দাস 


জানালা দিয়ে দেখছে মিমি

দূরের পাহাড়টাকে,

আদর করে যাকে সে 

কাঞ্চু বলে ডাকে।


রোজ যেখানে সূর্য ওঠে

স্লিপিং বুদ্ধ'র ফাঁকে,

সুযোগ পেলেই রং নিয়ে

যার ছবি সে আঁকে।

No comments:

Post a Comment

প্রতি মাসের জনপ্রিয় লেখা