পাখি
হরিৎ বন্দ্যোপাধ্যায়
পাখি তোর নামটা আমায় বল
কোন গ্রামেতে থাকিস রে তুই?
কোন স্কুলে তোর পড়াশোনা?
বন্ধু হবো তুই আমি― দুই।
তোর কাছে নেই জাতের বালাই
আকাশ জুড়ে বাঁধন ছেঁড়া
উড়িস ঘুরিস সারাটা দিন
দিনের শেষে বাসায় ফেরা।
তোর মধ্যে নেইকো উচ্চ-নীচ
সবার সাথে প্রাণখুলে তুই
উড়ে উড়ে কথার মালা
ভাগাভাগি সবার সাথে।
লেখাপড়া শিখবো না আর
তোর কাছে আজ নেবো যে পাঠ
কেমন করে বিভেদ ভুলে
মনের দরজা রাখবো রে হাট।

No comments:
Post a Comment