Thursday, 3 December 2020

অনিন্দ্য পাল


ফড়িং
অনিন্দ্য পাল 


ছোট বেলায়, আটার আঠায় 

ফড়িং ধরতে পেলে 

মজার মজায় খুশি হতাম 

বনবাদাড়ে খেলে,

কাঠির মাথায় ফরর ফরর 

আটকে নিয়ে ফড়িং 

চোখ পালিয়ে মা দিদিদের 

লম্ফ তিড়িংবিড়িং 

কখন যেন যেত মরে 

কখন ফড়িং লাশ 

কানটা ধরে মা বলতো 

মার কি খেতে চাস, 

আমার তখন কষ্ট কেমন 

মনটা চুরচুর 

মরলো কেন ফড়িং সোনা 

এতই মজবুর, 

এখন যখন চারপাশে ফাঁদ 

সামলে নিয়ে বাঁচি 

মরা ফড়িং ওড়ে দেখি 

একলা আমি নাচি।

No comments:

Post a Comment

প্রতি মাসের জনপ্রিয় লেখা