Tuesday, 3 November 2020

সুনন্দ মন্ডল

 


আবেগ
সুনন্দ মন্ডল


শোন বাপু শোন, কান পেতে শোন

চারিদিকে উত্তাল হাওয়া।

দুর্গার গানে গানে, এ আকাশও জানে

শারদীয়ার সুখ ছাওয়া।


আয় আয় সত্যি, বসে যা একরত্তি

শরতের স্রোত তো শেষ।

হেমন্তের হাওয়া, একটুতো গায়ে লাগা

ফুরফুরে সন্ধেটা বেশ। 


ছুটোছুটি কেন করিস, লুটোপুটি গায়ে মাখিস

আরে জীবন তো ছোটারই গাড়ি। 

ভালোবেসে পাশাপাশি, আবেগের সুরে ভাসি 

জুড়ে থাকা যেন সারা বছরই।

বাপ্পা দাস


ইচ্ছে 
বাপ্পা দাস 


ইচ্ছে হয়েছিল 

গুনবো আমি তাঁরা,

আকাশ পানে তাকিয়ে দেখি 

মেঘে ঢাকা সারা।


ইচ্ছে হয়েছিল 

মামা বাড়ি যাই,

মামা আসলো আমাদের বাড়ি 

যাওয়া হলো না তাই।


ইচ্ছে হয়েছিল 

ঘুরব পুজোয় বেশ,

এই করোনাসুরের তাণ্ডবে

সব মজাই শেষ!


ইচ্ছে যখন দিচ্ছিল আড়ি 

একের পর এক, 

বাবা নিয়ে হাজির 

আমার জন্মদিনের কেক।

কপিলদেব সরকার


মেঘপাহাড়ি, বাদলবাড়ি
কপিলদেব সরকার


মেঘপাহাড়ি, বাদলবাড়ি

    শিমুল গাছে ফুল

ও ছেলে, তোর কোন গাঁয়ে ঘর

    কোন্‌খানে ইশকুল?


ওই ওখানে, লালমাটি পথ

    ডুলুং নদীর বাঁকে

পশ্চিমে রোদ ঝিলিক তোলে

    গাছের ফাঁকে ফাঁকে


নদীর পাড়ে ধবলপারা

    মিহিন গুঁড়ো বালি

এক নিমেষে পার হয়ে যাই

    পা ডুবিয়ে খালি


ওই পারে এক মস্ত টিলা

    জংলা কিছু গাছে

আমার গাঁ-এর সিংদুয়ারে

    ওরাই ঘিরে আছে


এতটা পথ পারিস যদি

    পেরিয়ে যেতে বাবু,

পায়ে-হাঁটা ঐ খানিক সময়ে

    যদি না হোস কাবু


দেখবি তবে আমার বাড়ি

   মাটির রঙে মাখা

মেঘ সেখানে ধার নিয়েছে

   প্রজাপতির পাখা


মেঘপাহাড়ি ওর‌ই তো নাম

   বাদলবাড়ি ঐ তো

ওদের খবর দেয় না কোন‌ও

   ইশকুলের‌ই ব‌ই তো!


একটা কথা আমায় তবু

   দিতেই হবে সত্যি

আনবি না তো সঙ্গে কোনও

   স্বার্থলোভী দত্যি?

হরিৎ বন্দ্যোপাধ্যায়

যে থাকে ক্ষমতায়

হরিৎ বন্দ্যোপাধ্যায়


যে থাকে ক্ষমতায়
তার হাতে সবকিছু
ভয়ে ভয়ে সব্বাই
একে একে তার পিছু।

যে থাকে ক্ষমতায়
কিচ্ছুটি মানে না
নিজে খেয়ে তারপর
আর কিছু জানে না।

যে থাকে ক্ষমতায়
আদালত তার হাতে
কেউ কিছু বললেই
সে তাকে মারে ভাতে।

যে থাকে ক্ষমতায়
তার কথাটাই সব
প্রতিবাদ করবে যে
একচড়ে হবে শব।

যে থাকে ক্ষমতায়
আমাদের প্রভু
কেউ যেন ভুল করে
ভেবো নাকো লঘু।

প্রতি মাসের জনপ্রিয় লেখা