আবেগ
সুনন্দ মন্ডল
শোন বাপু শোন, কান পেতে শোন
চারিদিকে উত্তাল হাওয়া।
দুর্গার গানে গানে, এ আকাশও জানে
শারদীয়ার সুখ ছাওয়া।
আয় আয় সত্যি, বসে যা একরত্তি
শরতের স্রোত তো শেষ।
হেমন্তের হাওয়া, একটুতো গায়ে লাগা
ফুরফুরে সন্ধেটা বেশ।
ছুটোছুটি কেন করিস, লুটোপুটি গায়ে মাখিস
আরে জীবন তো ছোটারই গাড়ি।
ভালোবেসে পাশাপাশি, আবেগের সুরে ভাসি
জুড়ে থাকা যেন সারা বছরই।



