Friday, 3 July 2020
শৈলেন মাইতি
তোমার জন্য
শৈলেন মাইতি
বর্ষারাণী প্যাচ পেঁচানি, তবুও তোমায় চাই
তোমায় ছাড়া এই ভুবনে কি আর রসদ পাই।
তোমার জন্য ঐ দুটি মাস ঐখানেতেই ঢাড়ি
সারা বছর থাকব খুশি তারপরেও দরকারি।
তুমিই থেকো এ মন জুড়ে জলই জীবন জানি
প্রখর মাসে একখানি মেঘ প্রার্থনা সেই পানি।
হয় জীবন ওষ্ঠাগত, সে আর কতক্ষণ
হরিৎ বন্দ্যোপাধ্যায়
বৃষ্টি বৃষ্টি
হরিৎ বন্দ্যোপাধ্যায়
আকাশ থেকে ঝরছে দ্যাখো
ঝিরঝিরে আর ইলশে গুঁড়ি
ভেবে তুমি নিতেই পারো
এটা হলো বৃষ্টি বুড়ি।
মুষলধারে ঝরবে যখন
ওটা হলো বৃষ্টি কুঁড়ি
বয়স তার অল্প বলেই
ভাসিয়ে দেওয়ার নেইকো জুড়ি।
Subscribe to:
Comments (Atom)
প্রতি মাসের জনপ্রিয় লেখা
-
ভুলো মন রোহিত কুমার সরদার মনটা কোথায় যায় আটকে রাখা দায়! ভুলো মনের কথা লেখা ভরা খাতা। তার মধ্যে একটা শোন দিয়ে মনটা। সেদিন সরবেড়িয়ার মোড়...









