Friday, 3 July 2020

বাপ্পা দাস

বর্ষা মোটেও মন্দ নয়
বাপ্পা দাস

টিনের চালে বাজনা বাজায় 
বৃষ্টি নামক জল।
সুর মিলিয়ে দিচ্ছে তাতে 
সোনা ব্যাঙের দল।
এমন রাতে, চোখ যে আমার 
ঘুমে পাগল হয়।
বর্ষা তাই বেজায় ভালো 
মন্দ মোটেও নয়।


দুলাল সরকার

বৃষ্টির কথা
দুলাল সরকার


আকাশ জুড়ে ঘন মেঘ
                    গুড়্ গুড়্ ডাক
বৃষ্টি- ভিজে অসুখ হবে
                   মা দিচ্ছেন হাঁক
খোকার লাগে বেশ মজা
                    বৃষ্টি যখন হয়
রিমি ঝিমি ছন্দে যেন
                   বৃষ্টি কথা কয়!


রিয়াদ হায়দার

বৃষ্টির হিষ্ট্রি
রিয়াদ হায়দার


বৃষ্টি কি হিষ্ট্রি
নাকি কোনো সৃষ্টি,
খুলে দেখো কৃষ্টি
কোথা আছে লিষ্টি !

দিন বড়ো মিষ্টি
হচ্ছে যে বৃষ্টি,
থাক তোর লিষ্টি
সৃষ্টি বা কৃষ্টি !

আয় সব একসাথে
করি আজ ফিষ্টি !

ইন্দ্রনীল মন্ডল

সৃষ্টি সুখের উল্লাসে                              
ইন্দ্রনীল মন্ডল

      সেজেছো যে বৃষ্টি তুমি
          রংহীন এক বেশে,
     আকাশ ভরা বাহার নিয়ে
          উঠলে তুমি হেসে।
 তোমার ছোঁয়ায় কেউ বা ভাসে
         কেউ বা মাঠে চষে;
   ভাঙা গড়ার মরণ ভেলায়
  থাকো, সৃষ্টি সুখের উল্লাসে।

              

অভ্রদীপ মন্ডল

বর্ষাকাল
অভ্রদীপ মন্ডল

বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে
সূর্য গেল ডুবে
কিচিরমিচির পাখিরা সব
বাসার দিকে ছোটে।
পুকুর পাড়ে জলের ধারে
ব্যাঙেরা  গান করে,
ছোটো খোকা হাততালি দেয়
আনন্দ না আর ধরে।

সুবর্ণ মন্ডল

বর্ষার বৃষ্টি
সুবর্ণ মন্ডল

বর্ষা এল গ্রীষ্মের পরে
সবাই এখন নিজের ঘরে
বৃষ্টি পড়ে সব সময়
বর্ষার রামধনু রংময়।

বৃষ্টি পরে টাপুর টুপুর
জল ভর্তি সব ছোট্টো পুকুর
বর্ষা গেল চলে
শরৎ এলো চলে।

বদরুদ্দোজা শেখু

টাপুর টুপুর
বদরুদ্দোজা শেখু

বৃষ্টি পড়ে টাপুর টুপুর, কাগজ কেটে কেটে
নৌকা গ'ড়ে ভাসাই জলে আনন্দেতে মেতে
জালি দিয়ে মাছ ধরি ভাই কেঁচোলের নালায়
মৌরলা আর পুঁটির ঝাঁকে ভ'রে উঠে খলাই।
মা বকছে, জ্বর বাধাবি, এখন ঘরে থাক।
দাদি বলে, সোনা মানিক মাছ ধরেছে দ্যাখ !

                              ( সংক্ষিপ্ত )

                              

পূর্বালী দে

বৃষ্টি
পূর্বালী দে

বৃষ্টি মানেই মেঘলা আকাশ 
বৃষ্টি মানেই ঠান্ডা বাতাস 
বৃষ্টি মানেই জল থইথই
বৃষ্টি মানেই গল্পের বই

শৈলেন মাইতি

তোমার জন্য
শৈলেন মাইতি


বর্ষারাণী প্যাচ পেঁচানি, তবুও তোমায় চাই
তোমায় ছাড়া এই ভুবনে কি আর রসদ পাই।
তোমার জন্য ঐ দুটি মাস ঐখানেতেই ঢাড়ি
সারা বছর থাকব খুশি তারপরেও দরকারি।
তুমিই থেকো এ মন জুড়ে জলই জীবন জানি
প্রখর মাসে একখানি মেঘ প্রার্থনা সেই পানি।
হয় জীবন ওষ্ঠাগত, সে আর কতক্ষণ
বিদায় শেষে আলোর দিশা থাকবে বহুক্ষণ।।

হরিৎ বন্দ্যোপাধ্যায়

বৃষ্টি বৃষ্টি
হরিৎ বন্দ্যোপাধ্যায়

আকাশ থেকে ঝরছে দ্যাখো
ঝিরঝিরে আর ইলশে গুঁড়ি
ভেবে তুমি নিতেই পারো
এটা হলো বৃষ্টি বুড়ি।
মুষলধারে ঝরবে যখন
ওটা হলো বৃষ্টি কুঁড়ি
বয়স তার অল্প বলেই
ভাসিয়ে দেওয়ার নেইকো জুড়ি।

প্রতি মাসের জনপ্রিয় লেখা